তোমার অপেক্ষায় আমি/তাপসী ঘোষ
তোমার অপেক্ষায় আমি
তাপসী ঘোষ
প্রিয় বন্ধু,
যদিও আজকাল তুমি থাকো কারো পুরোনো বাক্সে বা চিলে কোঠার ঘরে, তবু জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি?
এক সময় তুমি ছিলে গৃহিনী, প্রেমিক প্রেমিকা বন্ধু সকলের চোখের মণি, প্রাণের ভাষা। আজ তারা কী একবার হলেও "তোমাকে দিনের আলো কিংবা রাতের আকাশ ভরা তারার সামনে এনে বলে মুক্ত বাতাস ভরে নাও ওগো কলমের কালিতে বর্ণিত আমাদের মনের দর্পণ এই যে আমার হলুদ পাখি।"
না বন্ধু না, তোমাকে উত্তর দিয়ে আমাকে তোমার অবহেলার কথা জানিও না, তাহলে আমার মনের গভীরে আরও কষ্ট বেড়ে যাবে। জানো বন্ধু মাঝে মাঝে ভাবি তুমি আমার বন্ধু, সহকর্মী তো বটেই কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা কেমন হয়ে আছে বলি তবে, 'সেই মা মেয়ের সম্পর্কের মতো, যে মা জঠোর জাত কন্যাকে সুপাত্রে দান করে বিদেশে পাঠিয়েছে আর সেই কন্যা স্বামীর কারাগারে বন্দী থেকে বেরিয়ে আসতে পারে না মায়ের কাছে! 'সময়ের পরিহাসে তুমি আর আমি বিরহের সাগরে ডুবে থাকা পথ পানে চেয়ে থাকা সেই মা আর মেয়ে।
শোনো বন্ধু, আমাদের মাঝে যিনি আজ কাঁটাতার সেই হোয়াটস্যাপ মেসেঞ্জার তারা আস্ফালন করে বলছে, চিঠি তুই তো পুরাতন, কী আছে তোর গর্ব, আমাকে দেখ, সেকেন্ডের মধ্যে পৌঁছে দেই বার্তা। জানো বন্ধু ওদের শুধু একটা কথাই বলেছি, সব নতুন একদিন পুরাতন হয় কিন্তু যে পুরাতন মনের ভিতর দাগ কাটতে পারে অন্তর ছুঁতে পারে সে চিরকাল নতুনের সম্মান পেয়ে থাকে। সেকেন্ডের বার্তা বাহক তুই কিন্তু শুধুই প্রয়োজন।
সব শেষে বলি বন্ধু হলুদ পোষ্ট কার্ড, বাক্স বন্দী হয়েও নিজেকে ভালো রেখো। ঝড় বৃষ্টি রোদ নিয়ে কোনো এক গলির মুখে পড়ে থাকা আমি তোমার অধম লাল ডাক বাক্স, চিন্তা কর না বর্তমানের সব নতুনের খবর দেব তোমায় পৌঁছে।
ইতি...
তোমার আপন বন্ধু
রঙ হীন লাল ডাকবাক্স।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴