তুমি প্রাণ ফিরে পাও/অমিতাভ গোস্বামী
তুমি প্রাণ ফিরে পাও
অমিতাভ গোস্বামী
-------------------------
তুমিই আমার নিজস্ব বাসভূমি
আজন্মকাল মিশে আছ মজ্জায়
তোমার ভাষায় প্রথম ডেকেছি মাকে
আবেগে ভেসেছি হাসি আর কান্নায়।
তোমার নামেই স্মৃতির খেয়ায় পারি
খোয়াই কোপাই পদ্মায় যাওয়া আসা
লালন হাসন বাউলের লোকগানে
হৃদয়ের মাঝে বাংলার ভালোবাসা ।
রবীন্দ্রনাথ নজরুল ইসলাম
রজনীকান্ত অতুলপ্রসাদ সেন
তোমার বাণীর ফুল দিয়ে মালা গেঁথে
দুই বাংলাকে এক সুরে বেঁধেছেন।
সালাম রফিক বরকত জব্বার
তোমারই জন্যে হাসিমুখে দেয় প্রাণ
সুনীল শচীন কমলা কানাইলাল
ভাষা সংগ্রামে দিয়ে গেছে বলিদান।
কত ঝড় জল উপেক্ষা বঞ্চনা
কালনাগিনীর দংশন সয়ে যাও
ভেলা ভাসিয়েছি আমরা লখিন্দর
বেহুলার মতো তুমি প্রাণ ফিরে পাও।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴