তাল কেটেছে কর্পোরেট/বেলা দে
তাল কেটেছে কর্পোরেট
বেলা দে
উৎসবের আমেজ নিয়ে
এ মল থেকে সে মল উড়ছে
রংচঙে প্রজাপতিরা,
ম্যানিকুইনের ঝলকানো পোশাক
ওদের চোখ টেনেছে
হাল ফ্যাশনের দুনিয়ায়,
অন্যদিকে বহুকালের স্থায়ী দোকানি
পণ্য সাজিয়ে বসে আছে প্রতীক্ষায়,
উদাসী চোখে মাপছে
পাল্টে যাওয়া যুগের হাওয়া,
পরিচিত দোকানীর গলায়
প্রায়শই আক্ষেপের সুর শোনা যায়
দিদি, কর্পোরেটের মল কালচার
তাল কেটেছে আমাদের
পিতৃপুরুষের তৈরি ব্যবসার।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴