তারা খুঁজি/দেবলীনা দে
তারা খুঁজি
দেবলীনা দে
উৎসবের আলোকসজ্জাকে পিছনে ফেলে
কয়েক হাজার মাইল দূরে থাকা তারা খুঁজি।
ছায়াপথ ধরে আমরা দুবোন শৈশবে ফিরে যাই
পাকদন্ডী ধরে বাবার দু চাকার যান,
বেলুন উড়ে যায়।
আদিবাসী নৃত্যের তালে তাল মিলিয়ে
ধামসা মাদল অভিবাদন জানায়
সাবেকি সাজে মায়ের আবাহন আজও মন টানে।
ফেলে আসা দিনগুলো
ফিরে পাই আকাশের তারার মাঝে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴