তারপরে মেঘ/অমিত কুমার দে
তারপরে মেঘ
অমিত কুমার দে
তারপরে মেঘ মেঘের বাসায় যাবে
মেঘের ঘরে দেয়াল টেয়াল নেই
শ্রাবণবাতাস যেই টেলিফোন পাবে
বলতে থাকবে - পৌঁছে যাব, এই!
তারপরে মেঘ মেঘের সোফায় বসে
মেঘের কাপে চুমুক দেবে চায়ে
শ্রাবণআকাশ যেই এসএমএস পাবে
মেঘের জামা গলিয়ে নেবে গায়ে!
তারপরে মেঘ মেঘের আঁতুড়ঘরে
ছোট্ট মেঘের দোলনা ধরে টানে
শ্রাবণদাইয়ের মেঘমাখানো আঙুল
বৃষ্টিগুলোর জন্মকথা জানে!
তারপরে মেঘ মেঘের বসতভিটায়
বজ্র জ্বালে তুলসীতলার দীপে
শ্রাবণবাজের তুমুল ডাকাডাকি
জল ঝরালো মেঘবঁধুয়ার টিপে!
তারপরে তো আমরা সবাই মেঘ
আমরা হাঁটি মেঘমুলুকের গাঁয়ে
শ্রাবণবাউল গাইছে "ভোলা মন ..."
মেঘপতাকাই উড়ছে শাওন-নায়ে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴