তমোস মা জ্যোতির্গময়/অর্পিতা মুখার্জী চক্রবর্তী
তমোস মা জ্যোতির্গময়
অর্পিতা মুখার্জী চক্রবর্তী
আগুন আগুন আগুন!
সর্বত্র লেলিহান শিখা এক।
কোনো ছাড় নেই,কারো পরিত্রাণ নেই।
দামাল তাপে দিশেহারা আদিগন্ত....
দগ্ধ আমি সম্বল ছাইটুকু হয়েও
বেপরোয়া বৃষ্টিধারায় ধুয়েমুছে এখন শুধুই স্মৃতি,
ভিডিও, রিলস মুক্তগদ্য বা কবিতার কথামালা।
সবুজের কোলঘেঁষে চোখমেলা সেই কোনকালে।
জঙ্গলমহলের নিরিবিলি নিরালায় অবাধ প্রেম। অবয়বে তাই নিসর্গের গভীর বাস,
সবুজ ঠিকানায় নিরাভরণ ঘনিষ্ঠতা
একে অন্যের দুরন্ত সহবাস।
অজস্র প্রহর,অগণিত ঋতুর আবর্ত পেরিয়েও
চিরযৌবনা সুর্মায় অমোঘ টান,
মুসাফিরের এক টুকরো উপশম,
হারিয়ে যাওয়ার খন্ড অবকাশ।
দৃষ্টিনন্দন পার্শ্বচরেরাও সব অবাধ সবুজ,
সাফারিতে দেখা-অদেখা কিছু বন্যপ্রাণ,
নিবিড় এক ওমের মায়া,
তোর্সা তীরের হলং শান্তিনিবাস।
কে বলে আমি প্রাণহীন?
কাঠে, কড়ি-বরগায় প্রাণের খেলা অফুরান,
বাতায়নে উৎসুক আঁখি,মুক্তদ্বারে নিবিড় আহ্বান
শ্রুতিতে পাখপাখালি, ঘ্রাণে আদিম অরণ্য,
দুহাত ভরা উজাড় সবুজ,
শিরোপায় ঐতিহ্যের তাজ।
পোড়া যুগের ছোঁয়াচে বাতাস গায়ে মেখে
অনিবার্য এক পোড়ো গল্প হলাম বনবাংলো আমি
নতুন রং পালিশের আচ্ছাদন ভস্মীভূত অতীত অচিরেই
অসংখ্য চোখের সামনে বেআব্রু এক দহন,
ভাইরাল অজস্র ভিডিও, ভিড়ে অগণিত দর্শক,
নিরাময়ের প্রক্রিয়ার নাকি প্রচেষ্টার ধীরগতিতে
নিশ্চিহ্ন ইতিহাস এক!
পাকদন্ডি ধোঁয়াশার ষড়যন্ত্র পর্যটকবিহীন ১৬ই জুনের রাত..
অবিরত জ্বলছে যারা দুঃসহ সব অনলে
তৃপ্তি নেই, শান্তি নেই, মুক্তি নেই কালের চাকায়..
ঈর্ষা, ঘৃণা,লোভ,আমিত্বের বড়াই করা মিছিলের
হুতাশনে জ্বলেপুড়ে মরেও বেঁচে থাকে তাই
জীবন্ত কিছু কঙ্কাল আর নিতান্তই কিছু উপহাস।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴