তবুও বৃষ্টি হোক…/সুদীপ্তা চট্টোপাধ্যায়
তবুও বৃষ্টি হোক…
সুদীপ্তা চট্টোপাধ্যায়
মেঘ নির্জন পাতা আছে মন
অলস দিনের স্রোত
ভুল দিনক্ষণ যখন তখন
তবুও বৃষ্টি হোক
দাও ছুঁয়ে দাও আমায় ভেজাও
মুছে দাও যত শোক
আষাঢ়ে শাওনে চেনা শহরেতে
জমিয়ে বৃষ্টি হোক
তুমি আর আমি ভিজবো দুজনে
আস্কারা দেবে চোখ
স্বপ্ন ছাওয়া সুখ নীল নির্জনে
হৃদয়ে বৃষ্টি হোক
রিম ঝিম ঝিমে এই শুধু জানি
ঠোঁটে ঠোঁটে লিখি শ্লোক
শরীর জুড়ে সোঁদা গন্ধের টানে
ইচ্ছে বৃষ্টি হোক……………
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴