তথাস্তু/দেবব্রত সান্যাল
তথাস্তু
দেবব্রত সান্যাল
তথাস্তু!
বৎস, তোমার এযাবৎকালের সুকৃতিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আশীর্বাদ স্বরূপ তুমি তিনটি বর চাইতে পার।
প্রভু, যে কোনো তিনটি বর?
হ্যাঁ, বৎস।
প্রভু, আমি যদি আমার সন্তানের জন্য চাই?
তোমায় বর দেবো বলেছি, এরমধ্যে তোমার সন্তানকে টেনে আনছ কেন?!
প্রভু, যদি আমি ওর জন্যই চাই? আপনি কিন্তু বলেছেন যে আমি তিনটি বর চাইতে পারি। কার জন্য সে ব্যাপারে কিন্তু আপনি কিছুই বলেননি।
শব্দ নিয়ে আমার সাথে খেলা কোরো না, বৎস। অনেক কিছুই ঊহ্য বা আরোপিত থাকে। যাক সে কথা, যদি নিজের পরিবর্তে অন্যের জন্য কিছু চাও তাহলে অন্যের জন্য যা চাইবে তোমার নিজের থেকে সেগুলো সমপরিমাণ কমে যাবে। কি, এই শর্তে রাজি?
রাজি, প্রভু।
প্রথম বর চাও।
প্রভু, আমার সন্তান যেন কখনও গুরুতর অসুস্থ না হয়।
দ্বিতীয় বর?
প্রভু, ও যেন মেধাবী ও জীবনে সফল হয়।
তৃতীয় বর?
প্রভু, ও যেন বটবৃক্ষের মতো অনেককে ভরসা ও আশ্রয় যোগাতে পারে।
দুধে ভাতে রাখতে চাও! বেশ, যা যা চাইছ তাই হবে। তবে আবারও স্মরণ করিয়ে দিই, তোমার পুঁজি কমে তোমার সন্তানের ভাঁড়ার পূর্ণ হবে কিন্তু।
প্রভু, তবে তাই হোক। ওই আপনাদের ভাষায় যাকে বলে তথাস্তু!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴