তখন তুমি বৃষ্টি হবে/অমিতাভ দাস
তখন তুমি বৃষ্টি হবে
অমিতাভ দাস
-------------------------
বারান্দা জুড়ে কদম ফুলের গন্ধ
রাত জাগা চোখে লেগে থাকে ভালো-মন্দ
সেখানেই যদি বৃষ্টির মতো বলি -
অতসী, চলো না মেঘ-রাস্তায় চলি!
দমকা হাওয়ায় পথ যেতে পারি ভুলে
ঝর্ণা পাহাড় আঁকা হোক এলোচুলে
বুকের ভেতর সাতরঙা রং এসে
রামধনু যেন আমাদের প্রেমে মেশে!
চেনা চেনা ঘ্রাণ ঘিরে থাক লেবু ফুলে
সোহাগী আদর বৃষ্টির ছাঁটে দুলে
ঘন কালো মেঘ সঙ্গে এনেছে বয়ে
অতসী, তোমায় ভেজাব বৃষ্টি হয়ে!
বাধাহীন দিন মল্লার গেয়ে যাক
জলে ডুবে যাবে বাগানের সব বাঁক
গাঙ্শালিকের বাসাতে তখন যাব
অতসী, তোমাকে বৃষ্টির মতো পাব!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴