ডিসেম্বর শেষ হলে/সুনীতা দত্ত
ডিসেম্বর শেষ হলে
সুনীতা দত্ত
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
কয়েকটা দোকান ক্রিসমাস ট্রিতে ভরে ওঠে
সাথে অনেক উপহার, আলো, তারা
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
বুকের গভীরে ঘন মেঘ জমে
চোখে ভাসে চা বাগানের লাইনের নিষ্পাপ মুখগুলো
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
দোকানে কেকের গন্ধ ভাসে
কয়েকটা মাথা লাল রঙের টুপি খোঁজে
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
শীতের উষ্ণতম আবেদনে দিনটা বড় হয়
না পাওয়ার জ্যামিতিক ব্যাকরণ ফিরে আসে
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
বাচ্চাগুলো ওদের বাবাকে কাছে পায়
মা সর্বস্ব বাচ্চাটা একসাথে মা বাবার অপেক্ষায় ডিসেম্বরটা শেষ হয়ে এলে
গির্জার বাইরে কয়েকটা দোকান বসে
কয়েকটা শিশু হাঁটাহাঁটি করে অকারণে
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
অন্ধ গলির বাচ্চাগুলো কেক পায়
সান্তারা জেগে ওঠে নতুন জামা কাপড় নিয়ে
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
কেক বেকারীগুলো মুনাফা লোটে
যীশুকে মনে রেখে বড় উৎসবও হয়
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
আশার মোজা ঝোলে
ভালোবাসার মানুষগুলো সান্তা হয়ে যায়
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
গির্জায় প্রার্থনা সভা হয়
যীশু তবুও নির্বাক কিছু চায়না
ডিসেম্বরটা শেষ হয়ে এলে
মায়েদের মুখগুলো মেরির মতো দেখায়
মেরিরা অনেক মাস কষ্ট করে যীশুদের জন্ম দেয়
ডিসেম্বরটা শেষ হয়ে এলে জানুয়ারি আসে
সবাই সব ভুলে যায় যীশুকেও
তবুও গির্জায় অনুরণিত হয় - এদের ক্ষমা কর!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴