ডাক
ডাক
উমা শঙ্কর রায়
-------------------
হৃদপিন্ডে বাঁয়ে এসে বসো হে বধুয়া,
পলাশের মালা দেব ভালবেসে গলে।
প্রেম বারিতে ভেজাও পাথার নিধুয়া-
চৈতী দহনে বসন্ত যায় বুঝি জ্বলে!
মেঠোপথে ভাট ফুল, ঝরছে পলাশ,
ঝরা পাতায় লুকানো সুখী গৃহকোণ!
এসো ফাগুন রঙেতে ভরি হৃদাকাশ-
বসন্ত করবো থিতু মনে বেঁধে মন।
রাই যদি সাজো তুমি হব আমি কালা,
মুঠো মুঠো রঙে আজ রাঙাব তোমায়-
ফাগুন আগুনে এসো মুছে দেই জ্বালা-
এসো আজ সব ভুলে ফাগুন বেলায়।
কাছে আর দূরে প্রেম সমান ভাসায়,
চলো আজ খেয়া দেই প্রেম যমুনায়-
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴