ডাউন মেমোরি লেন/পার্থ সারথি চক্রবর্তী
ডাউন মেমোরি লেন
পার্থ সারথি চক্রবর্তী
পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া রাস্তার পাশে ছিল টিলাবাড়ি-
যেখানে প্রথম চৈত্রে রোদের প্রখরতা ততটা বাড়েনি,
বেলা বড় হতে হতে যেন শেষ হচ্ছিল না,
তবু আলো কিছুটা কমে এসেছিল ঠিকই-
ঝমঝম শব্দে বেজে উঠছিল আঁকাবাঁকা রাস্তাটা।
কুয়াশার সাথে ধীরে ধীরে শীতও বাড়ছিল-
অবশিষ্ট কয়েকটি পথকুকুর কাঁই কাঁই করছিল-
হয়তবা শীতেই, কিংবা বাড়ি ফেরার তাড়ায়
কতক্ষণে প্রভুর বাড়ির তলায় আশ্রয় নেবে বা সিঁড়ির নীচে।
তখন আমার কেন,কারোরই যাবার কথা নয়
ওই রাস্তা ধরে হেঁটে, তবু গিয়েছিলাম কোন কিছুর খোঁজে-
নাকি কিছুর টানে বা আকর্ষণে, বড় অমোঘ সেই টান
আজো কানে বাজে সেই সুর,আবছা হয়ে আসা
পাইন আর দেবদারুর দল
মাথা দোলাচ্ছিল সেই সুরে, তার তালে, অন্ধকারের অবয়বে।
উত্তর খুঁজি, খুঁজে চলি আজো, যদি পাই
আসলে অনেক কিছুর মতো সেটাও হারিয়ে যায়-
বহুত্বের ভিড়ে, যেমন শৈশবের গোল্লাছুট, ঠাকুরের দালানবাড়ি-
শিশিরের চুম্বন, ফুলে ওঠা বাবড়ি আর অপলক দৃষ্টি!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴