ঠেক/শ্রাবনী ভট্টাচার্য্য
ঠেক
শ্রাবনী ভট্টাচার্য্য
সরকারী আবাসন সংলগ্ন ছোট মন্দির
গাছপালা ঘেরা চারপাশ
আবৃত প্রায় দ্রুত পদের স্নায়বিক উত্তেজনা থেকে।
ধুলো উড়িয়ে এগিয়ে যায় সরকারি আমলার গাড়ি।
এখানে ওখানে প্রকল্পের প্রলেপ।
জনা ছয়েক ছেলে রোজ আসে
ঘড়ির কাঁটা এগারোটা ছুঁলে।
অতঃপর সারাদিন কেটে যায়
সময়গ্রাসী মত্ততায়, মগ্নতায়।
বাড়ন্ত মেয়েকে সাবধানে রাখি
টিউশন ফেরত একলা কিশোরী
ওদিকের পথ মাড়ায় না কখনো।
তিনটের রোদে তীব্র গতিতে
ছুটে যাওয়া ছেলেগুলো
সন্ধের অন্ধকারে আবারও
জড়ো হয় নক্ষত্রের বিতানে।
ওদের পা টলমল করে, চোখ দুটো লাল
পাশ দিয়ে কদাচিৎ গেলে বমি উঠে আসে।
আবাসনের খোলা জানলা দিয়ে দেখি
ধীরে ধীরে খাদের অতলে তলিয়ে যাচ্ছে প্রজন্ম।
ঘুমন্ত সন্তানের মুখের দিকে চেয়ে
কি এক আশংকায় আঁতকে উঠি
পুড়ে যাওয়া ডিগ্রীর কাগজের কটু গন্ধে
ছিন্ন বিচ্ছিন্ন হয় ভালো থাকার পাশবিক অভিনয়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴