জ্বালামুখী/মনীষিতা নন্দী
জ্বালামুখী
মনীষিতা নন্দী
গুজব যত স্পষ্ট হয়,
চেনা সেই সুর ফিরে ফিরে আসে।
নিয়ম ক'রে তিনবেলা, তিনবার,
আমবেদীর ফাটল ধরে
উল্টে পাল্টে যায় লগের অংক,
ত্রিকোণমিতিক ভবিষ্যতের ডালপালা
এখনও অবধি নয়-দশ বার;
ঠিক নেই? কেন বল তো?
মাইতি তেওয়ারী রায়ের দ্বাদশ একাদশ
এস এন দে পঁচিশবার
ভাগাড়ে আনে মস্তি ধুম
দিনে যে দশ বার ক'রে দেখি
কমলা করিডোর, সাদা সোফা
রিসেপশন টেবলে মেরুণ রং,
ঘিয়ে পাঞ্জাবীর ছটফটানি,
সিগারেট ছাই মেখে মুখ কালো পায়চারী
চশমার ভেতর দিয়ে বিঁধে যায় চোখ কালো
আই সি ইউ এখানে বদলাপুরের গল্প লেখে না
আকাশনীল দেওয়াল আর সাদা বিছানায়
নল, কব্জা, যন্ত্রপাতি, মাখামাখি ক'রে
শুয়ে আছে জেদি মেয়ে,
মায়ের কাছে ফেরার তাড়া খুব।
বেঁচে গেছ তুমি।
এই কমলা নীল পায়চারী নেই,
নেই কোনো অজ্ঞানের সহবাস
নেই শ্মশানকালীর রাগেশ্রী সুর।
সন্ধে নামলেই তন্দুরি চিকেনে
শুধ্ সারং সংযোগ
গর্ত থেকে উঠে আসছে "ক্রেজি কিয়া" বিকেল
দিনে দশবার ক'রে মেনে নিই
ভালো আছি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴