জীবনধারায় অবগাহন/স্মৃতিকণা মুখোপাধ্যায়
জীবনধারায় অবগাহন
স্মৃতিকণা মুখোপাধ্যায়
প্রিয় সখা, প্রিয় বন্ধু আমার,
আমি প্রতিনিয়তই তোমার সাথে কথা কই। আমি জানি তুমিই আমার জীবনস্বামী। তুমি এই বিশ্বচরাচর নিয়ন্ত্রণ করছ, ব্যক্তি আমিও তোমারই নিয়ন্ত্রাধীন। তোমার বিশ্বসৃষ্টিতে দুঃখ-কষ্ট আছে, আছে অনন্ত ব্যথা-বেদনা। আবার প্রলেপও তুমিই। জীবপ্রকৃতির ভাগ্যনিয়ন্ত্রাও তুমি। তোমার সৃষ্টিতে কোন অসামঞ্জস্য নেই। আমরা অবোধ তাই তোমাকে ভুল বুঝি। তোমার দেওয়া দুঃখ সেতো শিক্ষার জন্যই। পৃথিবীর পাঠশালা থেকে পাঠ নিয়ে নিজেকে উপযুক্ত করে তোলার মন্ত্রে দীক্ষিত করতে। আমরা অবুঝ, অসহায়। নিজের কৃতকর্মের দোষে কষ্ট পাই।
হে বন্ধু আমার, আমি মনে প্রাণে তোমায় ডাকি, তোমাকে ভালোবাসি। তুমি হৃদকমলে বসে সে ডাক শুনতে তো পাও। তোমাকে কত অভিযোগ, অনুযোগ জানাই। যদিও অন্তর্লোকে জানি সবই আমার কর্মফল। তুমি অন্তরে বসে মন দেখ, ভাব দেখ।
ধরাধামের উত্থান-পতনে তোমার খেলা বা সৃষ্টিরহস্য লুকিয়ে আছে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু তুমি …। বেদান্তমতে তুমিই সেই অবিনশ্বর প্রাণ। যে প্রাণ থেকে অযুত স্ফুলিঙ্গসম আমাদের উদ্ভব ও বিনাশ।
না, ভুল বলেছি। বিনাশ নেই রূপান্তর আছে মাত্র। Life is a continues process। এক জীবন থেকে ভিন্ন জীবনে প্রবেশ। তবুও মৃত্যু বা বিচ্ছেদ আমাদের পীড়া দেয়। জীবনের পথে আবর্তিত হতে হতে পিতামাতা, ভাইবন্ধু কতজনকে হারিয়েছি। যদিও জানি কোনমতেই তাদের উপস্থিতি সম্ভব নয়। সবাই তোমার চরণাশ্রিত আছে। জানি এ তত্ত্ব কিন্তু মন মানে কই! আমাদের তো দিব্যদৃষ্টি নেই। তাই আমরা খন্ডচিত্র দেখি। আর হা-হুতাশ করি। মন্দভালোর বোঝা বইতে বইতে আমি ক্লান্ত। তোমার স্মরনেই আমার শান্তি। তোমার কাছে বিচার প্রার্থনা করে নিজেকে উন্মুক্ত করি, ঠান্ডা হই। আবার তোমারই সৃষ্ট জগতে ত্রুটি খুঁজে পাই।মনে হয় জগতে কত অন্যায়, অবিচার, কত হানাহানি মারামারি, তবু তুমি নিশ্চুপ। আসলে ব্যক্তিসত্ত্বাকে তুমি সামান্য Free will দিয়েছ, তা দিয়েই মন্দজন মন্দ কাজ করে দুর্গতি তৈরী করছে। আমরা অভাজনেরা ঈশ্বরইচ্ছায় কিছু না করে স্বইচ্ছায় সব কর্ম করি। আর কর্ম তোমাকে সমর্পণও করি না, তাই ফল ভোগান্তি ঘটে। আমাদের সৃষ্ট অপরাধ আমরা তোমার নামে সিলমোহর দিয়ে চালাই। আর ওতেই ভ্রান্তি ঘটে।
প্রভু আমার, প্রিয় আমার তুমি ভালো থেক। আমাকে শুভবুদ্ধি দাও, যাতে তোমার অভিমুখে চলতে পারি। বোধবুদ্ধির বিকাশ ঘটাও যাতে তোমাকেই সৃষ্টির কর্ণধার বলে মানতে পারি। ত্বমসি নিরঞ্জনঃ। তুমিই সেই নিষ্পাপ শুদ্ধ পরমাত্মা।
প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে …
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴