জীবন মানে/লীনা রায়
জীবন মানে
লীনা রায়
দশ দশ তিন দশ
হুড়দ্দার পেরিয়ে–
দোষে গুণে জঞ্জাল
আলগোছে এড়িয়ে,
শেষমেষ সাত খুন কার মাফ?
বড় মুখে দর কষে
গাল ভরা গল্পে,
সুখ ধুয়ে তোলা থাক
ভবি ভোলে অল্পে?
নাটকের মহলায় সংলাপ!
চৌখুপি মেঝে জুড়ে
খেলনার বেসাতি,
পায়ে পায়ে খোলা ছাদে
সিঁড়ি গুনে প্রতিটি।
মুঠো ভরে চাঁপাকলি রোদ্দুর।
তার আর পর নেই
নেই পুট ছক্কা,
সাঁঝবেলা চৌকাঠে
পিছে সব ফক্কা!
মুঠো রোদ ক্ষয়ে ক্ষয়ে কতদূর?
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴