জাগ্রত দ্বারে
জাগ্রত দ্বারে
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
-------------------------------
ঝুর ঝুর করে ঝরে যাচ্ছে সেগুনের পাতা,
তামাকরঙা সে সব পাতার ফাঁক থেকে
শেষ হাসি হাসছে প্যানজ়ি আর ক্যালেণ্ডুলার ঝোপ।
যে গন্ধটা এ সময় তাড়া করে ফেরে
তার উৎস খুঁজে পেয়েছিলাম কৈশোর পার হয়ে এসে,
সপ্তপর্ণীর ফুল।
পরীক্ষা শেষের প্রাণখোলা একটা নিঃশ্বাসে
আজও বুকটা ভরে দেয় শিরিষের সবুজাভ শিরশিরে ফুল।
সরস্বতী পুজো পার হওয়া মৌতাতী রোদ
বছর বছর বুকে ধুকপুকি তোলে প্রথম হাত হাত লাগার।
গত যৌবন দুইটি মাথা এক বুক বসন্ত নিয়ে
প্রথমবার পলাশ বনে দৌড়ে বেড়াই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴