সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon

জাকাত ও রমজান/পার্থ বন্দ্যোপাধ্যায়

জাকাত ও রমজান 
পার্থ বন্দ্যোপাধ্যায় 

শাস্ত্রে বলা হয়েছে  "দানে ধন শুদ্ধ, অন্ন শুদ্ধ ঘৃতে।"  সব ধর্মের মানুষ তাদের সামর্থ মতো দান করে থাকেন। দান একটা পবিত্র কাজ। পবিত্র কোরানে দান বা জাকাত ইসলাম ধর্মের অনেক গুলো কর্তব্য পালনের  মধ্যে এক গুরুত্বপূর্ণ ও পবিত্র কর্তব্য  হিসেবে উল্লিখিত  আছে। 

জাকাত বা দান এই পবিত্র কাজটি রমজান বা রমদান ব্রতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইসলাম ধর্মে জাকাত এক পবিত্র কাজ। ইসলাম ধর্মের মানুষেরা তাদের সঞ্চয়ের ২.৫ শতাংশ অর্থ গরীব মানুষের প্রয়োজনে সাহায্য করে থাকেন। ইসলাম ধর্ম  যে পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে জাকাত সেগুলোর মধ্যে অন্যতম। রমজান মাসে রোজা রাখা খুবই স্বাস্থ্য সম্মত। আমরা অধিকাংশ  মানুষজন  "রমজান " বললেও, সমগ্র ইউরোপ জুড়ে মানুষ রমজানকে রমদান অর্থাৎ  (Z এর জায়গায় D) উচ্চারণ করে  থাকেন।  চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হয়েছে পবিত্র  রমজান ব্রত।  

রমজান মাসে  ভোর পাঁচটা ১৬ মিনিট (অবশ্য বিভিন্ন দিনে এই সময়ের তারতম্য লক্ষ্য করা যায়) অব্দি যা কিছু খাদ্য খাবার, জল ইত্যাদি খাওয়া যেতে পারে। নির্ঘন্ট শুরু হওয়ার পর আর কোনো খাবার খাওয়া যাবে না। জল তো নয়ই কোনো কোনো স্থানে   ইঞ্জেকশন নেওয়াতেও বিধিনিষেধ আছে। ইঞ্জেকশন এর সাথে শরীরে জল প্রবেশ করবে এজন্য নয়। শরীরে বাইরে থেকে কোন শক্তি (এনার্জি)  গ্রহণ করার ওপর বাঁধা নিষেধ আছে। 

দীর্ঘ আঠাশ দিন বা প্রায় একমাস রমজান রাখার ফলে দেহের ওজন দুই কেজি থেকে পাঁচ কেজি কমে যায়।  এর ফলে শরীর রোগ মুক্ত থাকে।

বহুত্ববাদ ভারতীয় সংবিধানের ভিত্তি। নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশে বিভিন্নতার মধ্যে যে ঐক্য তা বিভিন্ন ধর্মের মানুষের তাদের নিজ নিজ পার্বণের মধ্যে ফুটে ওঠে। পরধর্ম সহিষ্ণুতার জন্যই  আমাদের তীর্থভূমি  ভারত ভূখন্ডে এক নানা ধর্মের এক মহামিলনের সুর শুনতে পাই । আসুন আমরা সংকল্প গ্রহণ  করি যে, আমরা আমাদের আগামী প্রজন্মকে এক হিংসা মুক্ত সৌহার্দের ভারতবর্ষকে, তাদের সামনে  চিত্রিত করে যেতে বদ্ধপরিকর থাকব।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri