সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
14-April,2024 - Sunday ✍️ By- সরমা দেবদত্ত 238

ছন্দে চিঠি/সরমা দেবদত্ত

ছন্দে চিঠি 
সরমা দেবদত্ত

আমার আদরের দাদূভাই-----
তুমি ছাড়া আর বন্ধু আমার নাই 
একটি কথা চুপিচুপি বলছি তোকে শোন
মনে পড়লে জলে ভরে আজও চোখের কোণ
সেদিনও এমনি ছিল বসন্ত বিকেল ঠিক 
পড়শিরা সব যে যার ঘরে নিঝুম চতুর্দিক
দেখা করতে বলেছিল নদীর ঘাটের কাছে 
কী যেন দরকারী কথা আমার সঙ্গে আছে 
কী আর বলি সেসব কথা ভাবতেও লাগে ভয়
গুটি গুটি গেলাম কাছে কী যেন কী কয়
বুক দুরদুর হাত পা অবশ বুকের মাঝে ঝড়
হঠাৎ হাতে গুঁজে দিয়েই পালিয়ে পগারপার 
যেতে যেতে বললে হেঁকে সব আছে এতে লেখা 
উত্তর যদি না পাই আর হবে না দেখা 
প্রথম দেখেই মনে মনে কঠিন  শপথ করি
এ জনমে না পেলে তোমায় হব দেশান্তরি 
লুকিয়ে বুকে পড়ছি চিঠি রাত্রি তখন মাঝ
সম্ভাষণে 'প্রিয়তমা ' পেলাম যে কী লাজ
ছি!ছি! কী লজ্জাই না পেয়েছিলাম সেদিন 
ভেবেছিলাম একহাত নেব সামনে পাব যেদিন 
হে ঈশ্বর! এই কী তবে ছিল তোমার মনে 
চারহাত এক করেই দিল সবাই শুভক্ষণে
তখন থেকেই মনের রোগে ভুগছি আজও হায়
চোখের আড়াল হলেই ভাবি প্রাণ বুঝি যায় যায় 
কী যাদু যে করেছিল আজও বুঝি নে ছাই
মরণকালেও এমন প্রেম পিছু ছাড়ে না তাই 
তাই তো তোমায় যাচ্ছি বলে একটি গোপন কথা 
আমি ম'লে তোমার দাদুর বিগড়ে যাবে মাথা 
সেদিন কিন্তু তুমি দাদুর একমাত্র ভরসা 
থেকো দাদুর লাঠি হয়ে গ্রীষ্ম কিম্বা বরষা
ভালোবাসার দলিলখানি দিয়ে গেলাম তোকে 
কেমন করে কোথায় রাখি মরছি ভেবে শোকে 
জমে থাকা কথাগুলি বলে গেলাম তোমায়
যখন তুমি পড়ছ চিঠি হয়তো আমি কোমায়

যাহোক এবার রাখছি তবে তোমায় দিলাম আদর
রাত এখন গভীর আমার গায়েতে নেই চাদর 
মা এসে বলবে এখনি 'ঘুমাও নি একি মা!'
আচ্ছা এবার আসি  ইতি---তোমার সোনা দিমা?

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri