সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon

চির পথের সঙ্গী /জয়িতা রায় চৌধুরী মল্লিক

চির পথের সঙ্গী 
জয়িতা রায় চৌধুরী মল্লিক 
----------------------------------

শ্রদ্ধেয়
আমার প্রিয় রবীন্দ্রনাথ,
তোমার সাথে আমার প্রথম পরিচয় খুব ছোটবেলায়, বাবার হাত ধরে। ছুটির দিন দুপুরে বাবা সঞ্চয়িতা পড়ে শোনাতেন, চোখ বন্ধ করে তাঁর পাশটিতে শুয়ে শুনতাম -
"চার কালো দেখাতে পার যাব তোমার সঙ্গ 
কাক কালো, কোকিল কালো, কালো ফিঙের বেশ 
তাহার অধিক কালো কন্যে তোমার মাথার কেশ,,,,,,"

মনে আছে এই লেখাটি শুনে শুনে ঐ ছোট্টবেলায় আমি জেনেছিলাম কেশ, ধলো , রাঙা ইত্যাদি শব্দগুলোর অর্থ। বাবার কণ্ঠে শুনতে শুনতে মনে হত ওমা, তুমি তো আমার খুব কাছের, আমার মতই একজন সাধারণ মানুষ তুমি, নইলে কাক-কোকিল কালো, উচ্ছে-নিম তেতো এসব নিয়ে লেখ কি করে! এতো আমার রোজকার জীবনের সাথে জড়িত! আমার কি ভীষণ পরিচিত এসব! "বৃষ্টি পড়ে টাপুর টুপুর,," শুনে এবং সহজপাঠ পড়ে একই রকম মনে হত আমার, যেন তোমায় খুব বুঝতে পেরেছি। পরে যত বড় হয়েছি, তোমার মাঝে ডুব দিয়েছি, তোমাকে বুঝে ওঠা যে মোটেই সহজ কাজ নয়, সেটা টের পেয়েছি বারবার। কিন্তু সেই যে ছোটবেলায় পরিচয় হল তোমার সাথে, তুমি বন্ধু হলে আমার, তখন থেকেই। যখন যেভাবে তোমাকে চেয়েছি, ঠিক তুমি এসেছ। আমার সব ভাললাগা, মন-কেমন তোমায় ছুঁয়েই তো চলতে থাকে, সারাক্ষণ। এমন কোনও দিন নেই যেদিন তোমার সঙ্গ ছাড়া কেটেছে আমার। তোমার বহু গানের বা কবিতার অর্থ ঠিক বুঝে উঠতে পারিনি অনেকবার, কিন্তু জীবনের কিছু পরিস্থিতির মুখোমুখি এসে ঐসব না-বোঝা বাণী তোমার, অর্থবহ হয়ে আমাকে ছুঁয়ে গেছে, পরিস্থিতিকে সামলে দিয়েছে। যত দিন গেছে ততই তোমার লেখা, তোমার গান নিত্য নতুন সাজে নিভৃতে আমাকে ভরিয়ে তুলেছে। 

বর্ষা এলেই তোমাকে ছুঁয়ে ছুঁয়ে বর্ষা উপভোগ করি আমি, করতেই হয়। তোমাকে ছাড়া বর্ষা কেমন হতে পারে, আমার তো জানা নেই। 
তোমার অনেক গানের সাথে
"সংশয় তিমির মাঝে, না হেরি গতি হে 
প্রেম আলোকে প্রকাশ জগপতি ,,," এই গানটি প্রায় রোজ গাইতেন, মা। সেসময় ছোট ছিলাম, গানটির কোন অর্থই স্পষ্ট ছিল না আমার কাছে। বড় হলাম যখন, আমার সংশয় তিমির মাঝে তোমাতেই পেলাম জগপতিকে। মা যখন গাইতেন, "তোমা বিনে অনাথ আমি অতি হে" অনাথ কথাটির অর্থ বোধগম্য হত না আমার। মা বলতেন, বড় হলে ঠিক বুঝবে। আজ তাই অনুভব করি,,আমার দুঃখে, দুঃস্বপ্নে, অভিমানে, আনন্দে, সুখে, ভালবাসায়, বিষাদে, যে কোনও কঠিন পরিস্থিতিতে "তুমি বিনে অনাথ আমি অতি হে"।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri