চারাগাছ/পার্থ সারথি চক্রবর্তী
চারাগাছ
পার্থ সারথি চক্রবর্তী
বিন্দু বিন্দু কপালের ঘাম
উদ্বায়ী হাওয়ার কাছে হেরে যায়
কোন এক সময়।
লোকালয়ের ভিড় যেমন
হারিয়ে যায় একাকিত্বের কাছে-
জীবনের কোনো মুহূর্তে।
আলপথের মধুর আলাপ
মায়াশিস দিয়ে যখন ডাকে,
তুচ্ছ হয়ে যায় সব ফাটল-
মাটির আর মনের।
চারাগাছ জন্মাতে থাকে
মনজমিতে,
একে একে- বেশ দ্রুত।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴