চক্রব্যুহ/শুক্লা রায়
চক্রব্যুহ
শুক্লা রায়
চক্রব্যুহের মতোই কোনো বেষ্টনির দিকে
সময় আমাদের নিয়ে চলছে
স্বেচ্ছায় ঢুকে পড়েছি অনায়াসে,
- আমরাই।
বেরোবার পথ খুঁজে খুঁজে
এখন মাথা খুঁড়ে মরি।
সমুখে সোনার মুকুর,
হাতে ধরা রঙিন ফানুস,
ঝকঝকে স্বচ্ছ প্রতিবিম্বে
আলো চলকে ওঠে।
স্বেচ্ছায় এসেছি সবাই
এই আলো, আরো আলোর নেশায়।
এখন এক বন্ধ আকাশের নিচে
অন্ধ সমাজ চোখ পিটপিট করে।
পালাতে চায়, পালাবে কোথায়!
এখনো তো নিজেরা বন্দি আছি
নিজেদেরই অদৃশ্য লোভের জালে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴