ঘিরে আছে অন্ধকার/রীনা মজুমদার
ঘিরে আছে অন্ধকার
রীনা মজুমদার
মিটমিট করে জ্বলে থাকা জীবন পুড়ছে
পূর্ণদীপ্ত উজ্জ্বল ভবিষ্যৎ ঝলসায়
জোর করে ঘর্মস্নাত দেহটাকে নিয়ে
মাটির সাথে যুদ্ধ করে যাওয়াই কি জীবন?
মা-বাবা একদিন আদর্শ শিক্ষায়
স্বপ্ন দেখতে শিখিয়েছিল ...
জীবনের সামনে এসে দাঁড়িয়ে
জীবনকে বলি, আবরণ উন্মোচন করো
দেখি অন্যায়ের শেষ কোথায়, দেখি,
জয় আর কত দূরে!
সমাজের গায়ে রক্ত দিয়ে লিখে যাব
সত্যের জয় হবেই...
হায় স্বপ্ন! স্বপ্ন মুছতে মুছতে
ফিকে হয়ে যায় চেনা মনুষ্যত্ব
মা আমার চাকরিটা মোটা অংকের টাকায়
বিক্রি হয়ে গেছে
আমাদের মুখের হাসিও কেনা-বেচা হয় নিলামে!
এখন আর অন্ধকারে
এক বিন্দু আলোর যে সুখ খুঁজি না
চারদিকেই অন্ধকার, ঘিরে আছে...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴