ঘরে ফেরা-শহুরে জীবন/দেবলীনা দে
ঘরে ফেরা-শহুরে জীবন
দেবলীনা দে
শত ব্যস্ততা যখন সারাদিন ঘিরে থাকে
দিন শেষে একে একে ঘরে ফেরে
সন্ধ্যা যেন আজকাল ভীষণ একা
নিজের মতো করেই পথ খুঁজে নেয়।
শহরের রাজপথে হাজারো ভিড়ের মাঝে
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে একাকিত্ব
জীবনের প্রবাহধারার মূল মন্ত্র,
ভালো থাকার পাসওয়ার্ড হাতের মুঠোয়।
হেডফোন কানে গুঁজে অনলাইন খেলা
পাশ দিয়ে ছুটে চলে সেকালের শৈশব
অসময়ে বৃষ্টি গাল বেয়ে গড়িয়ে এলে
ভালোবাসা মুছে দেয় , অনাহুত জল মূল্যহীন।
কত শত কথা,প্রশ্নের মুখে হারিয়ে ফেলে,
নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে কাঠগড়ায়
মোড়ের মাথায় ধুকতে থাকা দোকানী
আজও স্বপ্ন বিক্রি করবে বলে পসরা সাজায়।
প্রদীপের আলোর নিচে টুকরো অন্ধকার
নোনা ধরা দেওয়াল আজও বয়ে বেড়ায়
পুরোনো দিনের ক্যালেন্ডার। ব্যাখ্যা নেই তার।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴