গোলক ধাঁধা/সুনীতা দত্ত
গোলক ধাঁধা
সুনীতা দত্ত
দেয়ালের গণ্ডি শেষ
খোলা আকাশের নীচে হিসেবের মানদণ্ড
জাগতিক কষ্টগুলো নিজেই কবর খুঁড়ে
শায়িত হয়।
মেয়েটির মুখ ভয়ানক, কখনো অ্যাসিড বৃষ্টি
অচেনা অন্ধকার জীবন জুড়ে
ঘরের মানুষগুলো বিশ্বাস করে
বিজ্ঞানঘরে নাকি রাসায়নিক বিক্রিয়া
দুর্ভেদ্য কালো দিন
রসায়নের মেধাবী ছাত্রী মুখ লুকায়।
অস্থি মজ্জা জুড়ে শুধু এমনই ঘর
খোলা আকাশ গুমড়ে ওঠে।
মাতৃসদনে সতেরো নম্বর বেডে
ফুটফুটে এক শিশু, আগামী প্রজন্মl
রং ওঠা দেয়ালে পিঠ ঠেকে যায়
বৃষ্টির পরিচ্ছন্ন জলে
ধুয়ে যায় শৈশব, কৈশোর, যৌবন।
ট্রেনের কামরায় সুরেলা মনোরঞ্জন
টিভির পর্দায় মুখ ভাসে
নামি দামি চ্যানেল, পরিচিত মুখের
সুরেলা কণ্ঠী ছেলেমেয়েরা।
প্রাচীরে ছত্রাক
কাঠের কোটরে ঘুণপোকা
বেহালার করুণ কান্না
অক্ষিগোলক ঘোলাটে।
বিশ্বাস তবু নিরাশ করে না
পরিচিত গলি, ঘষা লাগা গিটার, পুরানো দেয়াল
সুরগুলো সূর্যোদয় খোঁজে
নির্ভেজাল আলোয় চৌরাশিয়ার বাঁশি
আড়াল করে শব্দবন্ধ
মনের ঘরে বেজে ওঠে অক্ষরবৃত্ত।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴