গোপন হৃদয়ে/গার্গী ঘোষ
গোপন হৃদয়ে
গার্গী ঘোষ
তোমাকে দেখার নেশা
আমার দুচোখে পেয়েছে প্রশ্রয় -
কল্পনায় আঁকা অপূর্ণতার জলছবি
সংগোপনে বেঁধেছি বিনি সুতোয় ।
প্রতিদিন না বলা কত কথা
এলোমেলো শব্দহয়ে ভিড় জমায়,
উপসংহারে ভালোবাসার মিথ্যে অভিমান
শুকনো গোলাপ জমে স্মৃতির আঙিনায়।
চোখের কোণে হঠাৎ জল এলে
প্রেম খুঁজি তোমার নীরবতায় -
হৃদয়ের কিছু অদৃষ্ট সম্পর্ক
বেঁচে থাক শুধুই অনুভূতির বিষণ্ণতায় ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴