গোত্রহীন মেয়েটি/সাগরিকা কর্মকার
গোত্রহীন মেয়েটি
সাগরিকা কর্মকার
মেয়েটির গা জ্বরে পুড়ে যাচ্ছে
আঘাতের চিহ্ন শরীরে ,
নামটাই শুধু বলেছিল
ঠিকানাটা বলতেই চোখ দিয়ে
জল গড়িয়ে পড়তে লাগল,
এই তো সেদিন শুভ দিনক্ষণ দেখে
গোত্রান্তর করেছিল
ওর বাবা সামর্থ্য অনুযায়ী,
তারপর শুধু চোখের জলটুকু
সাথে থাকত বাবার বাড়ি এলে,
মেয়েদের সব মানিয়ে নিতে হয়,
এ বাড়িটি এখন ওর নিজের নয়,
এরপর থেকে
সত্যিটাকে আড়ালে রেখে মানিয়ে নেওয়া ,
আর নিজের সঙ্গে নিজের বোঝাপড়া....
একদিন সব লাঞ্ছনা, গঞ্জনা মাত্রা
ছাড়িয়ে যায়, অজানা ঠিকানার
খোঁজে মেয়েটি তখন ।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴