গাছের কাছে/দীপিকা দে ভৌমিক
গাছের কাছে
দীপিকা দে ভৌমিক
প্রিয়
বন্ধু
অনেক দিন ধরে ভাবছি তোমায় চিঠি লিখব,বসে পড়লাম কলম নিয়ে,সেই যে স্কুলের প্রথম দিন মাস্টার মশাই তোমাকে দিল আমার হাতে,বাড়ি এসে বাগানের সব গাছের মধ্যে এক কোণে তোমাকে রোপন করলাম।সেই থেকেই তোমার সাথে আমার বন্ধুত্ব।সকালে বিকালে অনেক সময় কাটিয়েছি দুজনে একসাথে,আজ আমি তোমার থেকে আনেক দূরে,কেমন আছো তুমি? জানি তুমি ভালো নেই। ভালো থাকতে পারো না।
তোমাদের দেখে আমার খুব দুঃখ হয়। নানান অজুহাতে কত শত গাছ কেটে ফেলা হচ্ছে প্রতিদিন। শুনছি তোমার কাছের বন্ধুদের ও আত্মবলি দিতে হয়েছে। বাড়িতে টিনের ঘরের পরিবর্তে ইটের দোতলা বাড়ি হওয়ার কারণে।
তোমাদের পূর্ব ও উত্তরসূরীরা এইভাবেই বিপন্নের মুখে। কেউ ভাবে না তোমাদের কথা শুধু তোমাদের কথা কেন নিজেদের কথাও আজকাল কেউ ভাবে না।বড়ো বড়ো সপিং মল আর রাস্তা তৈরী হচ্ছে জীবন যাত্রার মানের উন্নয়নের জন্য।কিন্ত জীবন রক্ষার সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন। সেই অক্সিজেন অভাব হচ্ছে তার কথা কেউ মাথায় রাখছে না। পরিবেশের ব্যাপক পরিবর্তনের ফলে বৃষ্টির পরিমাণ গেছে কমে।বাতাসে ধুলোর পরিমাণ বেড়ে গিয়ে তোমাদের পাতাগুলোতে স্তর পড়ে যাচ্ছে। ফলে কার্বন - ডাই অক্সইড গ্রহণ করতে পারছ না।ঠিক ঠাক মত আর অক্সিজেন ও দিতে পারছ না। সেই দিকে কারো খেয়াল নেই।শীত অনেক কমে এসেছে।তাপমাত্রা উর্দ্ধ মুখি,বৃষ্টি নেই জলের পরিমাণ কমছে,পৃথিবীতে অক্সিজেনর অভাবে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে মানুষ। উষ্ণায়নের ফলে পাহাড়ের বরফ গলছে, বন্য হচ্ছ, নতুন নতুন রোগের প্রার্দুভাব ঘটছে। খাদ্য আর বাসস্থান পরিবর্তনের অভাবে বিলুপ্ত হচ্ছে কত পশু পাখি। এসব নিয়ে ভীষণ চিন্তা হয় আমার।
চিন্তা তোমাকে নিয়েও। জানি সে সব কারনে ও তোমার খুব মনখারাপ।তুমি ভাবছো কবে তোমাকেও না আত্মাহুতি দিতে হয়।তোমার মনখারাপের সমব্যাথী আমিও। অন্যদের হয়তো রক্ষা করতে পারব না।কিন্তু আমি তোমাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে যাবো। মাকে বলেছি আর একটাও গাছ কাটবে না তোমারা। যেটুকু আমার অংশ সেখানে নতুন বছরে বাড়ি গিয়ে অনেক গাছ রোপন করব, যাতে তুমি নতুন বছরে আরো অনেক বন্ধুদের সাথে থাকতে পারো।আমাদের পৃথিবীকে বিপন্নতার হাত থেকে রক্ষা করতে হবে আমাদেরকেই। এই কথাটি আমি সবাই কে বুঝিয়ে বলব। প্রয়োজনে জোট বেঁধে লড়াই করব গাছ রক্ষার স্বার্থে।
তুমি ভালো থেকো বন্ধু। ভালো থাকুক অসংখ্য গাছ। ভালো থাকুক পশু, পাখি, মানুষ। ভালো থাকুক আমাদের সুন্দর বসুন্ধরা। নতুন বছরের শুভেচ্ছা।
ইতি
তোমার বন্ধু।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴