গাছবাড়ী/মনীষিতা নন্দী
গাছবাড়ী
মনীষিতা নন্দী
কিছু কিছু অতৃপ্তিতে কেমন যেন নেশা হয়
শাপে বর বা হয়তো পুরোটাই অভিশপ্ত
রাত জুড়ে জ্বালা করে বুক,
আলো আঁধারি ফাঁকফোকর গলে
ঠিকরে বের হয় একটা পুড়ে যাওয়া ছদ্মবেশ
জ্বলছে সবুজ ঘর, সবুজ উপত্যকা,
পুরো পৃথিবীর সমবেত অগ্ন্যুৎপাত,
ঘূণপোকাদের মৃত্যুমিছিলে আগুন গান,
জল খেতে এসে সেদিন পোড়াগন্ধের হানা,
উথালপাথাল ঠান্ডা রক্তস্রোত।
কাজের পরে কাজ সাজিয়ে
প্রশ্বাস - পসার জমে ওঠে; ঘুম নেই সারারাত,
মেলা বসেছে কিনা জানেনা ওরা
চেয়ে থাকে ঢুলুঢুলু ইতিউতি
সভ্যতার সংকটে প্রবেশ অবাধ
উপার্জন-জীবিকার বন্ধ দরজায়
হাড়কাঁপানো অসহ্য ঠোকাঠুকি
ধড়ফড়িয়ে বুক চিরে ছুটে চলে জলঢাকা
আর্তনাদগুলো ব্যথার প্রলেপ হয়ে বাজছে,
"একটা চকোলেট নাও গো দিদি"
হামলে পড়ে মিঠে লাল পাহাড়ী বসন্ত
সহজ হওয়া আর হ'ল কই?
আবর্জনা - আসবাব অনুভবের কালো ভোর।
শুকনো পাতার গন্ধ,
অজানা সে কোন্ পাখীর ডাক অবিশ্রাম
আর ঘন সবুজের সে' ঘোর কাটতে
এখনও অনেক বসন্ত আগামী।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴