গল্প/শুক্লা রায়
গল্প
শুক্লা রায়
একটা গল্প লেখার কথা বলে
তুমি নিরুদ্দেশ হয়ে গেলে
অথচ গল্প তো কতই আছে জীবনে।
চারপাশের অন্ধগলি খুঁজলে
দিনমান কত গল্পই পেয়ে যাবে অনায়াসে।
শোক অথবা আনন্দ, যার যার সীমানায় বেঁচে থাকার গল্প।
আমারও একটা নিজস্ব গল্প লেখা হয়ে আছে, যেখানে
ঝাঁঝরা হয়ে ওঠা দিনগুলোর ফুটোফাটা দিয়ে
আলো নয়, গলগল করে অন্ধকার ঢোকে প্রতিনিয়ত
প্রতিনিয়ত সীমানার ভেতরে থেকেও সীমানা হারানোর গল্প।
দেখবার জন্য তুমি রইলে না, হঠাৎ কেমন নেই হয়ে গেলে।
তবু তুমিহীন এই আকাশের দিকে তাকালে
এখনও তোমার ছায়া দেখতে পাই
দেখতে পাই শরতের আকাশজুড়ে তুমিই দাঁড়িয়ে।
তুমিই দাঁড়িয়ে আছো আমার জন্য।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴