সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon

গজলডোবায় সন্ধ্যায় /রণজিৎ কুমার মিত্র

গজলডোবায় সন্ধ্যায় 
রণজিৎ কুমার মিত্র

'সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়.....'

প্রবাদ বাক্যের পলি সরাতে সরাতে 
নদী উজান থেকে ভাটিতে যায়।
ছেলে- বৌমা- নাতি -নাতনীদের নিয়ে 
একূল ভাঙ্গা আর ওকূল গড়ার 
                    শোলক, কিসসা শোনায় ।
বাঁধের ঠিকাদার, মন্ত্রী-সান্ত্রী আর বিদ্যুৎ-বেনেরা 
বন্দী করে রাখে চঞ্চলা লক্ষ্মী তিস্তাবুড়িকে।
ভোটে জেতার উল্লাসে শুধুই 
তাঁকে শাসন আর শোষণ করতে চায়।
বুড়ি অভিশাপ দেয়, অহরহ অপমৃত্যু হয় 
                                           এখানে- ওখানে।
উন্নয়ন-শব-এর মান্দাস ভেলা 
চড়ে আটকা পড়ে যায়। 
অমরাবতীতে আর পৌঁছয় না।
ভরা বর্ষায় নদীর কঙ্কাল জাগে 
তাণ্ডব নাচে যাদু বাস্তবতায়। 
পাহাড়ের পেটে জমিয়ে রাখা 
যুদ্ধের বারুদ ও ভাসিয়ে আনে স্রোতে।
এইসব দেখতে দেখতে 
গজলডোবায় সন্ধ্যা নামে । 
চিংড়ির চপ আর ভদকার  মেহফিলে  
উদ্বাস্তু পল্লীর কীর্তনের কোলাহল আসে -
' মন মাঝি তোর বইঠা নে রে 
আমি আর বাইতে পারলাম না।'

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri