ক্ষমা/রীনা মজুমদার
ক্ষমা
রীনা মজুমদার
ফুটপাতে শিশু, অনাহারে
ঈশ্বর কাঁদলেন,
আমাদের দেশ - 'ধনধান্যে পুষ্পে ভরা'
মেয়েটি খদ্দেরের অপেক্ষায়, পথে
বাবার জীবনদায়ী ওষুধগুলো ফুরিয়ে গেছে,
ঈশ্বর কান পাতলেন
কিশোরীর বুকে
হৃদপিণ্ডের শব্দ ভেদ করে
অনুরণিত হল
বাঁচার গান..
দুরন্ত শৈশব, ঝাঁপ খোলা হাতে গ্লাসে ফুটন্ত চা
ঈশ্বর চোখে চোখ রাখলেন
শৈশব বই আগলে
স্বপ্ন দেখে ইস্কুলের
আমাদের স্বপ্ন ক্রুশবিদ্ধ,
আমাদের বিচার ব্যবস্থা ক্রুশবিদ্ধ
নাবালিকার যোনি ক্রুশবিদ্ধ,
ন্যায় ক্রুশবিদ্ধ, মানবতা ক্রুশবিদ্ধ
ক্ষমা ক্ষমা ক্ষমা....
আর কত কত ক্ষমা? হে বিশ্ব পিতা....!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴