ক্রুশবিদ্ধ মানুষসমূহ/শুক্লা রায়
ক্রুশবিদ্ধ মানুষসমূহ
শুক্লা রায়
তোমার মতো আমরাও হে ঈশ্বর পুত্র,
অদৃশ্য ক্রুশ পিঠে নিয়ে পাহাড়ের মাথায় উঠছি
আসলে নিজেরা নিজেদের বহন করছি
প্রতিনিয়ত-
ক্রুশবিদ্ধ আমরা সকলেই
কাঁটার মুকুটের মতো শোভা পাচ্ছে
বিখ্যাত হয়ে ওঠার সম্ভাবনাময় বিজ্ঞাপন।
সে মুকুট আমরা নামাতে পারি না,
চাইলেও সহজ সরল ভালো মানুষটির মতো
নির্ভার হতে পারি না।
কেননা,
আমরা জেনেছি,
রক্তক্ষরণ দেখাতে নেই
দেখাতে নেই অ-সুখের গোপন বিস্তার!
বরং পায়ে পায়ে এগিয়ে যেতে হয়
গোপনে বয়ে নিতে হয়
নিজস্ব ক্রুশ।
আমরাও ক্রুশবিদ্ধ - তোমার মতো
তবু 'তুমি' নই।
তোমার তো পুনরুত্থান আছে,
আছে ঈশ্বর হয়ে জেগে ওঠা
আমাদের আছে নিজেকে ফুরিয়ে দেবার
অমোঘ মহামন্ত্র।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴