ক্রুশবিদ্ধ/মনীষিতা নন্দী
ক্রুশবিদ্ধ
মনীষিতা নন্দী
জেরুজালেমের পাথুরে পথ ধরে
ওরা তোমাকে নিয়ে যাচ্ছে।
ঘষটে ঘষটে ধুলোবালিছাই ওড়ে
ক্ষত বিক্ষত শরীর মন
ওরা তোমায় শোনেনি
আজও শোনে না,
কথায় কথায় হামলে পড়ে
লালা ঝরে ওদের
ব্যক্তি আক্রমণে নেশা হয়
দেওয়ালে দেওয়ালে
কালো বিষের কথা চাষ
গর্ত থেকে কিলবিল ক'রে
বেরিয়ে আসছে ঘূণপোকাদের
ক্ষমাহীন মিছিল।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴