কোথায় আছ যীশু/বাবলি সূত্রধর সাহা
কোথায় আছ যীশু
বাবলি সূত্রধর সাহা
এমন উদভ্রান্ত সময়ে
কোথায় আছ যীশু!
এত অন্ধকারের আলো
এত মৃত্যুর সমারোহ
সারি সারি মোমধূপের উৎসব
কিন্তু তুমি মহাপ্রস্থানের ইতিহাস।
বেশ তো ছিলে সত্যদ্রষ্টা হয়ে
জাগতিক যা কিছু ঘাতপ্রতিঘাত
অথবা দৈবসূত্রে পাওয়া ক্রশের মণিহার
সবটাই ধার্য হলো তোমার যাত্রাপথে।
তুমি হয়ে গেলে পরমাত্মার ধারক।
আলোর উৎসমুখে যে সত্য থাকে
তার কোন বিনাশ নেই,
নাদেখা অন্যায় আর মিথ্যের নগ্নতা
প্রতিমুহূর্তে অতিক্রম করে যায়
কালচেতনার সুদীর্ঘ পথ।
এমন উদভ্রান্ত সময়ে
কোথায় আছ যীশু!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴