কোজাগরী/নীলাদ্রি দেব
কোজাগরী
নীলাদ্রি দেব
এক.
রহস্যের বীজ খোলসে ও স্তরে
ভেঙে আসে রাতপূর্ণিমা
যারা ফিরে আসে, ফেরার কথা ছিল না
অথচ এই অনিয়ম শান্ত রাখে, উপশম দেয়
গভীর নির্জন জানে রাত কাটা পাখির চিৎকার
দুই.
অক্ষ বরাবর ভেঙে আসা রাতে
জেলেডিঙি দূর মেপে রাখে
যাতায়াতে যতটা সময়
কদমের পাটাতনে নৌকোর শালদেহ
তীক্ষ্ণ ও প্রবল, কখনও কাঁপছে
হয়তো শীত নেমে এলো
গানে খসে গেল কাছাড়ের বালি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴