সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
02-June,2024 - Sunday ✍️ By- ভুবন সরকার 232

কিছুই নাই/ভুবন সরকার

কিছুই নাই
ভুবন সরকার 

এখন হাওয়ায় ভোটের গন্ধ 
পশ্চিমাকাশে অস্তমিত সূর্যের লাল লালিমা
পথের ধারে আগাছার জঙ্গলে জঙ্গলে
নাম না জানা ঘাস ফুলের মাতামাতি
আর খানাখন্দে নর্দমার পাঁকে চলছে
ফুল ফোটাবার প্রাণান্তকর প্রয়াস ।

কবি বলে গেছেন সেই কবে
'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' 
গাঁয়ের লম্ফের আলো থেকে 
শহরের এলইডি আলোয় উদ্ভাসিত
চায়ের দোকানের পেয়ালায় পেয়ালায়
টগবগ করে ফুটছে রাজনীতি ।

সবাই ব্যস্ত।  এটা রাজনীতিরই সময়
এক ফুলের মাছি আরেক ফুলে হুল ফুটাচ্ছে
টিকিট না পেয়ে কেটে পড়ছে আয়ারাম গয়ারাম
আদর্শ ফাদর্শ গেছে সুবিধাবাদের তেল বেচতে
ক্ষমতার কাছাকাছি থাকাটাই মোক্ষ 
আদর্শহীনের কাছে সাদা কালো সব সমান ।

অনেক আগে নাকি চোঙা ফুকিয়ে ভোট হত 
এখন সোস্যাল মিডিয়ায় ভোট হয়
দেশে যাদের বাড়িতে শৌচকর্মের কোন ব্যবস্থা নেই
তাদের বাড়িতেও দু'চারটা মোবাইল থাকে
জনগনের মনোরাজ্যে হানা দেবার জন্য
'মোবালাইজেসন' ভীষণ জরুরি।

বাণিজ্যিকভাবে বিশেষজ্ঞ নিয়োগ হয় 
পুঁজির বাজারে ভোট এখন লোটের বিনিয়োগ
ইলেক্ট্রোরাল বন্ড হোক বা  আর্থিক ঘোটালা
দেশের আমজনতা নিজেকে সামলাতেই  জেরবার
শাসক বিরোধী সবাই জানেন প্রচারের ঢক্কানিনাদ
আর জৌলুস দেখেই জনগণ ভোট দেয় ।

দেশে সরকার আসে সরকার যায়
ক্ষমতার হাতবদল হয় 
লক্ষ কোটি খরচ করে অসংখ্য কমিশন হয়  
চোর লুটেরা নির্বিবাদে ঘুরে বেড়ায়
আর  যৎসামান্য ঋণের দায়ে আমজনতা
কৃষক  গলায়  দড়ি দিয়ে আত্মহত্যা করে।

কি অদ্ভুত সময়, যাদের স্বপ্ন দেখার কথা
তারা আশ্চর্যজনক গভীর নিদ্রায় মগ্ন, 
আর যাদের নিদ্রায় থাকার কথা
তারা রাত জেগে স্বপ্নের জাল বুনে 
সেই ঈশ্বরী পাটুনীর স্বপ্ন
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'।

দেশে আইন আছে আদালত আছে
পুলিশ আছে ইডি আছে আছে সিবিআই
নির্বাচনি প্রতিশ্রুতি আছে  জনগণ আছে
বিনা বিচারে আটক আছে, চোর ধরা নাটক আছে
লক্ষ কোটি বেকার আছে, তেলে মাথায় তেল আছে
ছুট আছে সব আছে তবু কিছু নাই কিছুই নাই ।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri