কাটাকুটি খেলা/লীনা রায়
কাটাকুটি খেলা
লীনা রায়
তুই বেদুইন, খোলা ঘর তোর
কিছু প্রশ্ন, জানা উত্তর,
তবু হরদম চোরা পাহারায় –
কিছু পিছু ডাক, মিছে হয়রান
ঘুরে ফিরে সেই মন আনচান
ধুলো ঝড় বেসামাল সাহারায়।
কাটাকুটি খেলা একা দিনগুলো
গুনতিতে ভুল নেই এক চুলও !
ঝড়, জল, শীত, সোনা রোদ্দুর ।
ভেবে ভেবে শেষে আজ ভবঘুরে
দিনমান কাটে ছবি কেটে জুড়ে
খুঁজে ফেরে চোখ যায় যদ্দুর ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴