কাক/সুকান্ত নাহা
কাক
সুকান্ত নাহা
পায়রা তো ঢের হল
এবারে বরাদ্দ হোক জনপ্রতি এক জোড়া কাক...
কাক প্রকল্পে আস্থা রাখা চাই
মর্মে জারী হোক এমত নির্দেশিকা।
পায়রা তো ঢের হল
এবারে নিশ্চিত করো জনপ্রতি এক জোড়া কাক।
ছোঁড়াছুঁড়ির নোংরা প্রকল্প স্তব্ধ না হলে
সেলুটেপ প্রকল্পও
কার্যকরী করা যেতে পারে
ফাটাঠোঁট, দেয়ালে ও কাদায়।
অতঃপর
একটি রাখো পাঁজরের দাঁড়ে
অন্যটি ওড়াও দুহাতে।
ভাগাড় ও দুয়ারে ওরা ব্রিগেড গড়ুক
এ ক্লেদ সরানো কারও
একার কম্মো নয়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴