কস্তুরী
কস্তুরী
উমা দাস সরকার
=============
মাথার মধ্যে একসঙ্গে কত কিছুই না চলছে,
একবার ভাবছি একটা সুন্দর মলমল শাড়ি কিনব।
আবার মনে আসছে কিছু হোমটাস্ক করার কথা,
সেন্টিপেড-এর একশত পা গুনে দেখার ইচ্ছে খুব!
অনন্ত কথা কাটাকাটি আলগোছে রাখা আছে সাজানো,
অনেকটা লবনাক্ত নীল রক্ত!
কখনো বিরাম নেই,
অনবরত হাসি ছুঁড়ে শব্দের দেয়ালে
দেখি তুমি নেই।
শান্ত মস্তিষ্ক কোথায় পাবে??
গভীর ঘুমের পরেও তো
আজব আজব স্বপ্ন আসে!
অদূরে কেউ উত্তরের দীর্ঘ অপেক্ষায়,
অথচ ভীষণ কোলাহলে আমি প্রশ্ন হারিয়ে ফেলেছি।
যায় না ছোঁয়া সহজে ভালোবাসা,
দূরের মানুষ দূরেই গেছে সরে,
উষ্ণ আঁচে আজও প্রাচীন কোনো গান বাজে।
ছাইপাঁশ সব উড়িয়ে দিয়ে,
নির্ঘুম কাটাবো আমি।
শান্ত মস্তিষ্ক খুঁজে চলেছি
যেখানে অবিরাম নিস্তব্ধে ভাঙা গড়া চলে।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴