কদম কদম বঢ়ায়ে যা/সৌহার্দ্য ব্যানার্জি
কদম কদম বঢ়ায়ে যা
সৌহার্দ্য ব্যানার্জি
শ্রদ্ধেয় নেতাজী,
প্রণাম নেবেন। আপনি পৃথিবীর একমাত্র রাষ্ট্রনেতা যার আসা আছে যাওয়া নেই। চির তরুণ, চির সবুজ, চিরন্তন আপনি। বর্ণময় সাতরঙা রামধনু আপনার জীবন। আপোষহীন স্বদেশ প্রেম ও জাতীয়তাবোধের মন্ত্রে ভারতীয়দের ঘুম ভাঙিয়ে গিয়েছেন আপনি। আজও আমরা যারা এই স্বাধীন দেশের নতুন প্রজন্ম তারা আপনার দেখানো পথকে অনুসরণ করি। আপনার নাম আমাদের স্বদেশ প্রেমের মন্ত্র। আজ স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আপনার কাছে ভারতীয়রা নতজানু।
আপনার দেখানো পথই হোক আগামী প্রজন্মের পাথেয়। আমরা সবাই যেন আপনার চোখে এই দেশটাকে দেখবার সৌজন্য দেখাতে পারি।
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধী, নেহেরু, প্যাটেল, আজাদ, নাইডু, বেসান্ত, লাল, বাল, পাল, বিনয়-বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল, অরবিন্দ, রাসবিহারী, ভগৎ, বীনা, কল্পনা, প্রীতিলতা, মাতঙ্গিনী, মার্গারেট, যতীন, সূর্য, চিত্ত, হেম, কানাই, দেশপ্রিয়, দেশবন্ধু, দেশপ্রাণ, রাষ্ট্রগুরু সকলেই কম বেশি আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছিলেন।
আজকের ভারতবর্ষ জাতি, ধর্ম বর্ণ প্রাদেশিকতার রোগে আক্রান্ত। আপনার আদর্শই পারে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসাতে।
প্রণাম নেবেন। জয়হিন্দ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴