ওরা অবুঝ/সুবীর রায়
ওরা অবুঝ
সুবীর রায়
তুমি আজও ক্রুশ বিদ্ধ হও প্রতিনিয়তগ,
আজও তোমায় ভুল বুঝে রক্তাক্ত করি
রাজপথে, ফুটপাতে।
তবুও তুমি করজোরে প্রার্থনা করে যাও
ওরা অবুঝ ওদের ক্ষমা করে দাও ।
আমরা কেমন নির্বোধ, কেমন অকৃতজ্ঞ,
বুঝেও অবুঝের মতো বারবার
একই ভুল করে চলি,
আর তুমি প্রার্থনা করে যাও,
আর কত ক্ষমা করবে আমাদের,
আমরা যে এটাকে তোমার দুর্বলতা ভাবি,
বুঝেও একবারও বুঝতে চাই না, তুমি কে,
কি তোমার স্বরূপ,
অথচ তোমার জন্মদিনে কত আড়ম্বর,
কত রঙিন আলোকে মুড়ে দিই ক্রিসমাস ট্রি,
কেক, বেলুন, লালসাদা জামা পরে
সান্তাক্লজ সেজে কত উপহার বিলোই,
মোমবাতি জ্বালাই গির্জায় গির্জায়
প্রার্থনা করি তোমার নামে,
সকলে এক সাথে গলা মিলিয়ে গেয়ে উঠি
জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল
অ্যল দ্যা ওয়ে,
আর তুমি মনে মনে ভাব,
ওরা সত্যিই কত অবুঝ, ওদের ক্ষমা করে দাও,
ওদের ক্ষমা করে দাও।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴