ওম/অমিত দে
ওম
অমিত দে
তিস্তায় পরিযায়ী ভিড় করেনি এখনও
হয়তো তারাও চেনা গতিপথ বদলে নিয়েছে
যেভাবে হেমন্তের হাওয়া আমাকে নিয়ে
লুকোতে চেয়েছে কোনও নিষিদ্ধ বনে,
বাউন্ডুলে ফড়িং বলছে মনের শূন্যতা
থেকে কীভাবে বাতাস ভরে নির্ভার হতে হয়
কীভাবে ক্লোরোফিলের হাসিতে আগামীর
মুগ্ধতা চিনে নিতে হয় চোখ বুজে এলে...
নিঃস্বার্থ পাতার কাছে দেনা পাওনা রেখে আসি
এলোমেলো ক্লেদের গায়ে ভিনদেশি মেঘ আঁকি—
কোলাহল থেকে শরীর সরিয়ে নিয়েছে নিজস্ব ওম
ভেতরে তৃপ্তির আলো নিয়ে ফিরেছে শৈশবের ভোর।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴