ও চাঁদ/শাঁওলি দে
ও চাঁদ
শাঁওলি দে
'প্রিয়'
তোমায় প্রিয় নামে ডাকতে পারি? জানি না কোনোদিন তোমার অনুমতি মিলবে কিনা তবু মনে মনে এই নামটাই বারবার আউড়ে যেতে বড় মন চায়।
কতদিন বাড়ির জানালা দিয়ে তোমার উঁকিঝুঁকি, যেন এখনই টুপ করে নেমে আসবে আমার একেবারে কাছে, অথচ আসোনি। আমি অপেক্ষা করেছি যেমন আজও করি৷ তুমি জ্যোৎস্নার মতো আলো ছড়িয়ে দূর থেকে আমায় দেখেছ।
সেই কিশোরীকালের প্রেম যার সঙ্গে, সেই তো তুমি, যাকে আমি একমাত্র প্রিয় বলে সম্বোধন করতে পারি। একথা কি কখনো তোমার কানে গিয়ে পৌঁছায়?
তোমার নজরবন্দি আমি, অথচ তোমায় ঠিক হারিয়ে ফেলি আমি। যখন আমি তোমায় দেখতে পাই না, তুমি পাও?
গভীর রাতে একাকীত্বের পায়চারি কখনো আমায় একা হতে দাওনি, জানতাম তুমি আছ আশেপাশে। প্রাণ ভরে দেখে নিচ্ছ আমায়। আমি শুধুশুধু হাতড়ে মরি, খুঁজে বেড়াই তোমায় এখানে ওখানে।
তোমার সঙ্গে আমার যত কথা, ভুলভাল আলাপচারিতা। তুমি বুঝিয়েছ শুনেই কত সুখ, কত আনন্দ। আমি বলে যাই অনর্গল আমার যাবতীয়, বিরক্তির ভ্রুকুটি দেখি না কোনোদিন তোমায় মুখে।
জানি জানি, সবাই ভাবে কে আমার সেই প্রিয় বন্ধু? কার কথা শুধু বলেই যাই, বলেই যাই, আর বারবার আবেগতাড়িত হয়ে পড়ি। যার ছায়ায় ছায়ায় হাঁটতেই আমার যত সুখ।
রাতের আকাশের অপেক্ষা আমার ফুরায় না, শুধু তোমার জন্য। ও চাঁদ, তুমি আমার প্রিয় হবে? প্রিয় বলে ডাকতে পারি তোমায়?
শাঁওলি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴