এখন ভোর/সুনীতা দত্ত
এখন ভোর
সুনীতা দত্ত
এখন স্বপ্নগুলো ঘুরপাক খায়
ডানা মেলা ওদের এখনো বাকি।
উঁকিঝুঁকি মারে পুরানো চাওয়াগুলো
সময়ের সাথে ওরাও পরিণত।
আকাশেও আজকাল স্বপ্ন স্বপ্ন গন্ধ
মনের সাথে ওদের দূরত্ব আলোকবর্ষের।
জীবনের উপপাদ্যগুলো গরমিলে ঠাসা
শরীরের রন্ধ্রে বিশ্বাসের ছায়া।
দিনরাত পার হয়ে গোধূলির নেশা
মাদকতা বাতাসে, সূর্য পার করে মেঘের দেশে।
ইমারতগুলো আকাশ ছোঁয়ার নেশায় মগ্ন
নতমাথা অনবরত বিকিয়ে চলে।
জীবনের চলমান সঙ্কটে অস্তিত্বের ঘ্রাণ
নতুন ভোর তবুও ভালোবাসা নেশায় আবদ্ধ।
অসুখের তীব্র জ্বালায় ভারাক্রান্ত নেশা-
আশা শুধু আলোর, অন্ধকারের শেষে নতুন দিনের।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴