একদিন হঠাৎ/অশোক কুমার গঙ্গোপাধ্যায়
একদিন হঠাৎ
অশোক কুমার গঙ্গোপাধ্যায়
দাদা আমি বীরপাড়া থেকে অনিন্দ্য সেনগুপ্ত বলছি।
চিনতে পারলেন?
আমি বললাম, লেখকের সাথে পরিচয় হয় তাঁর লেখা পড়ে। আপনার লেখার আমি একজন মুগ্ধ পাঠক। অমিতের অনুষ্ঠানে আপনাকে দেখেছি। অমিতের মাধ্যমে পরিচয় ও হয়েছে। বর্তমান সাহিত্য নিয়ে অনেক আলোচনাও হয়েছে।
অনিন্দ্য বলেছিল, তা হলে আপনার মোবাইলে তিনবার মিসড কল হল। ভাবলাম চিনতে পারেননি। -না ভাই, আসলে আননোন নাম্বার দেখে ভয়ে তুলিনি।
রাগ করবেন না। আমার ফোন নাম্বারটা কোথায় পেলেন? অনিন্দ্য বলেছিল, সহজ উঠোন থেকে। তুষারদার কাছে আপনার অনেক গল্প শুনেছি, জগুদা। শুনেছি আপনার শরীরটা ভালো যাচ্ছে না। এখন কেমন আছেন?
আমি বললাম, বুড়োদের আবার ভালো মন্দ! এটা ওটা লেগেই আছে। কোনো রকম বেঁচে আছি। অনিন্দ্য বলেছিল, সে বললে হবে না। আপনাকে ভালো থাকতে হবে, অন্তত আমাদের জন্য আরও অনেক বছর।
-আপনাদের এই ভালোবাসাই তো আমাদের বাঁচিয়ে রাখে।
-দাদা আমি কিন্তু ফোনটা কেটে দেবো, সেই তখন থেকে "আপনি, আজ্ঞা" করে কথা বলছেন।
-ঠিক আছে। আর বলব না।
অনিন্দ্য বলেছিল, সুযোগ করে একবার আপনার বাড়িতে যেতে হবে। খুব মজা করে আড্ডা মারব। ........... অনিন্দ্য আসেনি। দাদা বলে ডাকেওনি। একদিন না একদিন ওর সাথে আমার নিশ্চয়ই দেখা হবে। সেদিন ওকে খুব বকব। আমার আগে সে কেন সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴