একদিন/বিপ্লব পাল
একদিন
বিপ্লব পাল
তুমি সে বর্ণমালা শেখোনি আজও
গাঢ় অন্ধকারে যে বর্ণমালা পড়ে ফেলা যায় অনায়াসে
অনুপল শব্দে উচ্চারিত হয়
শীতের অক্ষরমালা আগুনচুল্লিতে জ্বলে খাক
তোমার অমল শরীর থেকে একদিন মুছে যাবে
কলুষ চিহ্নটুকু ও নির্মিত বিষাদ
আমি মৃত হলে কুয়াশার চাদরে ঢেকে দিও প্রান্তর দেহ
ঘনীভূত কুয়াশায়, শিরিন সোরাইয়া শোনাবেন নির্জন রবীন্দ্রনাথ
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴