একটু বসি, এবার একটু বসি/শ্রাবণী সেন
একটু বসি, এবার একটু বসি
শ্রাবণী সেন
এখনো পথ অনেক তবু বাকি
মুগ্ধ কত মুখরতা অনেকখানিই হল,
নীরবতায় এবার বুনি পুরোনো সেই গল্পকথা
গোধূলি আলো ইমনে গায় দিনাবসান গাথা
একটু বসি, নিজের কাছে একটু তবে বসি।
এবার ঘরে ফেরার পালা, তবুও কত টান
জোনাকি জ্বলে পলাশবনে দিনের অবসান
একলা পাখির ডানার টানে শান্ত নীড়ের খুশি
দিনের হাত রাতের মুঠোয় আঁধারে মেশামিশি
একটু বসি, এবার তবে একটুখানি বসি
চলব শুধুই প্রাণের টানে টানে
ডাকে যদি খোলা আকাশ, রাঙামাটির গানে
পৌষ আসে কুয়াশালীন ঘোমটা টানা যেন
ভালোবাসা ছড়িয়ে যায় বা়ঁধতে চাওয়া কেন!
মুঠোয় ভরে আকাশ সিঁদুর ছড়ায় রাশিরাশি
ভালোবাসা ডাক পাঠালে হৃদয় ভাসাভাসি!
একটু বসি, এবার একটু বসি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴