একটি মানুষ/শুক্লা রায়
একটি মানুষ
শুক্লা রায়
কতটুকুই বা দেখেছি, চিনেছি আরও কম
তবু একটা মানুষ কীভাবে আপন হয়ে ওঠে।
হালকা আলাপ, সৌজন্য বিনিময়
সেসব পেরিয়ে চিনেছি লেখায়।
কাব্যিক গদ্যছন্দ, গল্পের গায়ের বাঁকটুকু
সবমিলিয়ে একজন লেখক হয়ে ওঠা
আমার পাঠিকা সত্ত্বার কাছে।
একটা মানুষ - তাঁর বহুবিধ রূপ।
একজন দূরের বন্ধু হয়ে কিছুই জানা হয়নি আপনাকে।
এখন সহজ উঠোনের এই অনিন্দ্য যাপনেই যেন
আপনাকে জেনেছি তার বেশি।
দূরে গেলে যেমন দূরের মানুষ আপন হয়ে ওঠে
তেমনি যেন আপনিও এলেন, হাসিমুখে বসলেন
নিজেকে চিনিয়ে গেলেন, ছড়িয়ে গেলেন
একঝলক আলোর মতো।
সৌজন্য বিনিময় এবং ধন্যবাদ জ্ঞাপনের
পোশাকী আড়ম্বর ডিঙিয়ে হাত বাড়ানো হয়নি
বন্ধুজনের মতো।
তবু তো ছিলেন আমাদের আলোচনায়, আমাদের গল্পে।
হঠাৎ যেন সব শূন্য হয়ে গেল।
সম্পাদক অনিন্দ্য লেখা চেয়েছেন
গতানুগতিক ব্যস্ততায়, সময় করে লেখাটি
গৃহীত হওয়ার সংবাদটুকুও দিয়েছেন।
এক নিবিড় ব্যস্ততার ছাপ থাকত ছোট্ট ছোট্ট মেসেজে।
হঠাৎ সব ব্যস্ততা ফুরিয়ে দিয়ে নিজেই কেমন
'নেই' হয়ে গেলেন!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴