একটি ঠিকানার খোঁজে/মনোলীনা রায় কুন্ডু
একটি ঠিকানার খোঁজে
মনোলীনা রায় কুন্ডু
"ভালো থাকা" থাকে কোথায ,
জানো?
ফুটপাথে না বিপুল অট্টালিকায?
কিংবা,থাকে একলা হবার সুখে
অথবা কি অনেক ছুঁয়ে থাকায?
মুঠোভরা আটক সুখের মাঝে
ভাবছি এতেই বন্দী 'ভালো থাকা'
মুঠো খুলে দেখতে গেলেম যবে
আর তো তারে যায় না মোটেই
দেখা!
ছুটছে সবাই 'ভালোথাকা'র পানে
একের পিছে অনেকজনার ভিড়
'ভালো থাকা'র চেহারাটা কেমন
উত্তরটা কেউ কি কোথাও জানে?
কেউবা বলে, চেহারা তার মিঠে
কেউ বা ভাবে, খিদের মুখে পিঠে
কারো স্বপ্নে নীলচে দুখী সাজে
কারো কাছে গয়না শাড়ির ভাঁজে
কেউ বা শুধুই সিঁড়ির পানে চায়
দুষ্টু সে যে, ছদ্মবেশী হায!!
বারেবারেই ভাবছি সবাই মিলে
এই ধরেছি 'ভালো থাকা'র হাত
'ভালো থাকা' দিচ্ছে শুধুই ফাঁকি
ফন্দি করে কাটছে দিবা-রাত।
ওগো আমার স্বপ্ন সহচর,
থাকো কোথায়? দিকশুন্যপুর?
তোমার হাতে হাত রাখব বলে
পৃথিবীর পথে হেঁটেছি এতটা দূর
'ভালো থাকা' আছে, সবাই
জানি
'ভালো থাকা' আছে, তা কেউ
মানি?
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴